১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে এনবিআরের সাবেক চেয়ারম্যানের কর্মসূচি | মো: গোলাম হোসেন

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস

জাতীয় শোক দিবস এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার উদ্দেশ্য আজ ১৫ই আগষ্ট সকাল ১০টায় হাসিমপুর মিয়া বাড়ি জামে মসজিদে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৫ই-আগস্ট-জাতীয়-শোক-দিবস

উক্ত অনুষ্ঠানে সবান্ধবে আমন্ত্রণ জানিয়েছেন প্রাক্তন সচিব ও চেয়ারম্যান, এনবিআর মো. গোলাম হোসেন। উল্লেখ্য, করোনাজনিত কারণে মিলাদ অনুষ্ঠানে সকলকে নিরাপত্তা মুখোশ পরিধান করে সামাজিক দূরত্ব বজায় রেখে অংশ নিতে হবে।

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলহ্বাজ মো: গোলাম হোসেন তার ফেইসবুক স্টেটাস তা হুবহু তুলে ধরা হলো :

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। অত্যন্ত শ্রদ্ধার সাথে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীকে স্মরণ করে গভীর শোক প্রকাশ করছি।

এই শোকাবহ দিনে জাতির পিতা ও বঙ্গমাতাসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁদের জান্নাতবাসী করুন। আমিন।
মো: গোলাম হোসেন। প্রাক্তন সচিব ও চেয়ারম্যান, এনবিআর।