আলহাজ্ব মোঃ গোলাম হোসেনের উদ্যোগে ২০ এপ্রিল ২০২২ (বুধবার) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

কচুয়ায় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ গোলাম হোসেনের উদ্যোগে ২০ এপ্রিল ২০২২ (বুধবার) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । সাবেক এই আমলা ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ, বিভিন্ন শ্রেণি পেশার প্রায় দুই হাজারের (২,০০০) বেশি সংখ্যক কর্মী ও সমর্থক ।

kachua-ifter-and-duwa-mahfil

সাবেক এই সফল এনবিআর চেয়ারম্যান ও সচিবের বাড়িতে ইফতার ও দুয়া মাহফিলে অংশগ্রহণ করেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহদাত মিয়া, মিয়া,যুগ্ম-সাধারণ সম্পাদক মোতাহের হোসেন দুলাল, আরও ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার বাহার, বাতেন সরকার ও জিয়াউর রহমান হাতেম।

ghulam-hussains-ifter-mahfil

এছাড়াও উপস্থিত ছিলেনঃ

  • গোহট উত্তর ইউপি চেয়ারম্যান কবির হোসেন,
  • কচুয়া সদর দক্ষিণ ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান
  • আশ্রাফপুর ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল মুন্সি
  • গোহট দক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান শাহরিয়ার শাহিন
  • কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক
  • জেলা পরিষদের সাবেক সদস্য জোবায়ের হোসেন
  • পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি
  • কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন প্রধান, প্রমূখ।
  • দোয়া মুনাজাত পরিচালনা করেন ওলামালীগ নেতা আবুল হাসানাত।

এই ইফতার মাহফিল আয়জনের ১ সপ্তাহ আগে থেকেই জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব আওয়ামী লীগ নেতা আলহাজ মো. গোলাম হোসেনে তাঁর ফেসবুক পেজ সকলের উপস্থিতি কামনা করেন।

তাঁর ফেসবুক পোস্ট টি সরাসরি তুলে ধরা হলেঃ

kachua-ifter-mahfil-ghulam-hussain

সুপ্রিয় সুধি,
সশ্রদ্ধ সালাম ও বাংলা নব বর্ষের শুভেচ্ছা। আশা করি আপনি সপরিবারে সুস্থ আছেন।
পবিত্র রমজান উপলক্ষে আগামী ২০ এপ্রিল ২০২২ বুধবার আমার গ্রামের বাড়ী হাসিমপুরে (মিয়ারবাজার, কচুয়া) এক মিলাদ ও ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। এই মিলাদ ও ইফতার পার্টিতে অংশ নেয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানাই। আশা করি, আপনি আমাদের দাওয়াত গ্রহণ করে আমাদের সাথে ইফতার করবেন ইনশাল্লাহ। আমাদের বিশ্বাস, আপনার উপস্থিতি আমাদের ক্ষুদ্র আয়োজনকে প্রাণবন্ত করতে সাহায্য করবে।
শুভেচ্ছান্তে,
মোঃ গোলাম হোসেন, বাংলাদেশ আওয়ামী নেতা, সাবেক সচিব ও চেয়ারম্যান, এনবিআর।